ভূবনকুড়া ইউনিয়নটি মেঘালয় প্রদেশের গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত এবং একেবারেই সীমান্তবর্তি। অনেক আগে এ অঞ্চলে গারো, ডালু, বানাই এবং হাজংদের বাসস্থান ছিল। কিন্তু কালের বিবর্তনে তারা এখন এখানে নেই। এদের অধিকাংশ লোকজন ভারতে চলে গেছে এবং সেখানেই বসতি স্থাপন করেছে। বর্তামানে এখানকার অধিকাংম মানুষই দরিদ্র এবং কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস