হালুয়াঘাট হতে বাঘাইতলা বাজার পর্যন্ত পাকা রাস্তা এবং বর্ডার রাস্তা পাকা,তবে মহিষলেটি ইউনিয়নপরিষদ কমপ্লেস্ক ভবনের পূর্বে ১টি বেলী ব্রীজ রয়েছে, যা বর্ষাকালে চলাচলের ব্যপক অসুবিধা হয়। একটি স্থল বন্দর রয়েছে শুকনা ম্যেসুমে এই বন্দরে প্রতিদিন প্রায় হাজার খানেক ট্রাক মালবাহী গড়ি ও প্রাইভেট কার যাতায়ত করে।অন্যান্য রাস্তা ঘাট কাঁচা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস